আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম উল হক। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার নাসিম শাহ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন হাসান আলি।
তবে গুঞ্জন ছিল নাসিমের পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পাবেন পেসার মোহাম্মদ আমির। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই পেসারের। আমিরের প্রসঙ্গে ইনজামাম বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমির দারুণ। সে অবসর নিয়েছে। যদি সে আবারও পাকিস্তানের জার্সিতে খেলতে চায় তাহলে সর্বপ্রথম তাকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে। যদি আমির সেটি করতে পারে তাহলে অবশ্যই তাকে বিবেচনা করা হবে। কোনো ক্রিকেটারের জন্যই দরজা বন্ধ নেই।’
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়াই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন নাসিম। আগে থেকে গুঞ্জন ছিল বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন তিনি।