Saturday,7,December,2024
21 C
Dhaka
Saturday, December 7, 2024
Homeসম্পাদকীয়শোক কথাবীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হাসেম -এর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হাসেম -এর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

নতুন কথা ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টি সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হাসেম আজ সকাল ১০টায় নাটোর জেলার বাঘাতিপাড়া থানা জামনগর ইউনিয়নে বাশবাড়িয়া গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন প্যারালাইজড হয়ে শয্যাশায়ী ছিলেন। সমাজ বদলের লড়াইয়ে তিনি নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। ওয়ার্কার্স পার্টির একজন নিবেদিত প্রাণ বিপ্লবী সংগ্রামের অপুরনীয় ক্ষতি যা পুরন হবার নয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ রাজনৈতিক সহযোদ্ধা অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ