Wednesday,4,December,2024
27 C
Dhaka
Wednesday, December 4, 2024
Homeসংগ্রামে সংগঠনভাষা শহীদদের প্রতি ছাত্র মৈত্রীর শ্রদ্ধা ও শপথ

ভাষা শহীদদের প্রতি ছাত্র মৈত্রীর শ্রদ্ধা ও শপথ

নতুন কথা ডেস্ক: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে অন্যতম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে আত্মহুতি দিয়েছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ দামাল ছেলেরা। আজ তার ৭০ বছর পূর্তি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ দিবাগত রাতে বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। একই সাথে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর শাখা ও সাংস্কৃতিক সংগঠন গণ সাংস্কৃতিক মৈত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সগঠনের সভাপিত কাজী আব্দুল মোতালেব জুয়েল, সাধারণ সম্পাদক অতুলন দাস আলো, সহ সভাপতি ইয়েতুন্নেছা রুমা, তরিকুল ইসলাম, সুজন আহমেদ, কেন্দ্রীয় নেতা আশরাফুল বিন শফি রাব্বি, তানভীন আহমেদ, হিসাম খান ফয়সাল, সুমাইয়া ঝড়া প্রমুখ।

সর্বশেষ