বৃহস্পতিবার,৩০,নভেম্বর,২০২৩
23 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,046,026
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on November 30, 2023 10:09 AM
Homeজাতীয়ভিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে-রাশেদ খান মেনন

ভিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে-রাশেদ খান মেনন

ভিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে তাদের আন্দোলনের বেলুন এখন চুপসে গিয়েছে তাই তাদের নির্বাচন প্রতিরোধের তারিখ পূজার পরে নিয়ে গিয়েছে। এভাবে কখনো ঈদ কখনো পূজা পিছাতে পিছাতে তাদের বেহাল অবস্থা, আর সামনের নির্বাচনে না এলে তাদের অবস্থা আরও সঙ্গীন হয়ে দলের বিলুপ্তি হয়ে যাবে।
আজ (০৬ অক্টোবর ২০২৩) বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত পার্টির কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ‘র সভাপতি রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন।বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে মেনন আরো বলেন চ্যালেঞ্জ এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ডেঙ্গুর মৃত্যুতে মানুষকে রক্ষা করা।কর্মীসভায় আরো বক্তব্যের রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন্নেছা খান, পলিটব্যুরো সদস্য নজরুল হক নিলু,সাবেক সাংসদ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট টিপু সুলতান প্রমুখ।

সর্বশেষ