28 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,045,671
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on October 3, 2023 2:32 AM
Homeজাতীয়মহাখালির সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট

মহাখালির সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট

নতুন কথা প্রতিবেদন ।। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট। ৭ জুন সোমবার ভোর ৪টা থেকে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভাতে চেষ্টা করছেন। জানা গেছে, এরই মধ্যে অন্তত দুই শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ