36 C
Dhaka
রবিবার, জুন ৪, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,039,244
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on June 4, 2023 11:32 AM
Homeজীবন সংগ্রামসারাদেশমহানগর পূজা পরিষদ উপদেষ্টা সাংবাদিক অরুণ সাহার স্ত্রীর রোগমুক্তি কামনা করে প্রার্থনা...

মহানগর পূজা পরিষদ উপদেষ্টা সাংবাদিক অরুণ সাহার স্ত্রীর রোগমুক্তি কামনা করে প্রার্থনা সভা

খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর উপদেষ্টা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি অরুণ সাহার সহধর্মিনী অর্চনা সাহা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আজ ১৪ জুন ২০২১ সোমবার খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে সংগঠনের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐুর উপস্থাপনায় প্রার্থনা সভা পরিচালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সুরেশ চক্রবর্ত্তী। এ সময়ে উপস্থিত ছিলেনÑমহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট ধর্মানুরাগী ও সমাজসেবক বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, সঞ্জীব দাস, স্বপন মÐল, শিবু ভক্ত, অঞ্জন দে, তাপস সাহা, শিবু রায়, মহাদেব সাহা, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, প্রসীত সাহা, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সুশান্ত ব্যানার্জী, সুজিত মজুমদার, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমÐলীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, বাবু শীল, মাণিক শীল, অলোক দে, রবীন দাস, শুভাগত দত্ত শুভ, রাজকুমার শীল, বিধান রায়, সুশীল দাস, সজল দাস, বিপ্র দাস, দীপ্ত বিশ্বাস, শুভ সাহা, বাদল দাস, জয়ন্ত বর্মণ, প্রশান্ত রায়, হিমেল বসু, কৌশিক দত্ত, প্রভাষ বর্মণ নাড়– গৌরাঙ্গ সাহা, রাজীব ঘোষ, পাপ্পু সাহা, সৈকত বর্মণ প্রমুখ।

সর্বশেষ