মঙ্গলবার (২৬ মার্চ)মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে পার্টির পলিটব্যুরো অন্যতম সদস্য কমরেড কামরূল আহসান-এর নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শহীদদের প্রতি লাল সালাম জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য কমরেড দীপংকর সাহা দিপু, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড মোঃ তৌহিদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য যথাক্রমে কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড তাপস দাস, কমরেড তাপস কুমার রায়, কমরেড কায়সার আলম, কমরেড ওমর ফারুক সুমন প্রমুখ।
এছাড়াও পার্টির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
বন্ধু ও সহযোগী সংগঠনের মধ্যে ছাত্রমৈত্রী, যুবমৈত্রী মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।