যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারকারী যে কোনও দেশ হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ ডিসেম্বর) হোয়াইট হাউজে মন্ত্রিসভা বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
কলম্বিয়া থেকে কোকেন পাচারের অভিযোগ তুলে ট্রাম্প বলেন, আমাদের দেশে মাদক বিক্রি করছে, এমন যে কোনও দেশ হামলার শিকার হতে পারে। এর জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তারা ‘ক্ষেপণাস্ত্র’ ছাড়াই প্রতি ৪০ মিনিটে একটি মাদকের ঘাঁটি ধ্বংস করছেন। বিগত কয়েক মাস ধরে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি বৃদ্ধিতে ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়ার ওপরও বিষয়টি প্রভাব ফেলছে।
সূত্র: রয়টার্স



