Monday,2,December,2024
19 C
Dhaka
Monday, December 2, 2024
Homeরাজনীতিরাজনৈতিক সকল পক্ষকে নিয়ে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করার আহবান...

রাজনৈতিক সকল পক্ষকে নিয়ে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করার আহবান ওয়ার্কার্স পার্টির

গতকাল ২৫/১০/২০২৪ তারিখ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটবুরোর সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থার পর্যালোচনা শেষে নিম্নলিখিত প্রস্তাবটি গৃহীত হয় এবং সংবাদ পত্রে প্রকাশার্থে প্রদান করা হলো।
“পলিটবুরোর সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বতী সরকারের অতিদ্রুত দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহবান জানান। রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের জানমালের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ দৈনন্দিন বাজার মূল্য নিয়ন্ত্রণ সাপেক্ষে জনগণকে স্বস্থি দেওয়ার কাজটি প্রধান বিবেচনায় নিয়ে সরকার কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।
অন্তর্বতী সরকার সংস্কারের যে কর্মসূচী ঘোষণা করেছেন তা যদি দীর্ঘ সময় নেয় এবং নতুন কোন সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, তাহলে সরকারের চাওয়া—পাওয়ার সংগে জনগণের আশা আকাঙ্খার ফারাক সৃষ্টি হবে যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।
সভায় জননেতা রাশেদ খান মেননের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে মুক্তি দাবী করা হয়।”

সর্বশেষ