Saturday,7,December,2024
19 C
Dhaka
Saturday, December 7, 2024
Homeসংগ্রামে সংগঠনলড়াইয়ে সংগঠিত হচ্ছে লালপুর উপজেলা যুব মৈত্রী

লড়াইয়ে সংগঠিত হচ্ছে লালপুর উপজেলা যুব মৈত্রী

লালপুর সংবাদদাতা ॥ যুব অধিকার আদায়ের লড়াইয়ে সংগঠিত হচ্ছে লালপুর উপজেলা যুব মৈত্রী। উপজেলার শহর থেকে গ্রামে ছুটে যাচ্ছেন যুবন নেতারা। যুব মৈত্রী’র পতাকাতলে ঐক্যবদ্ধ করছেন, তরুণ-যুব যোদ্ধাদের। গঠন করা হচ্ছে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি। ইতোমধ্যে উপজেলার ঈশ^রদী ইউনিয়ন ও দুড়দুড়িয়া ইউনিয়নে কর্মীসভা হয়েছে। কর্মী সভা হয়েছে কচুয়্ াইউনিয়নের ৭ নং ওয়ার্ড ও ওয়ালিয়া ও নওদাপাড়ায়। এসব কর্মীসভা শেষে কমিটিও গঠন করা হয়েছে। যুব যোদ্ধারা শপথ নিয়েছেন কর্মসংস্থানের লড়াইয়ের পাশাপাশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সন্ত্রাস-দুর্নীতি এবং মার্কিন সা¤্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক দক্ষিণপন্থী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে তারা বদ্ধপরিকর। এসব কর্মী সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা যুব মৈত্রী’র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। বক্তব্য রাখেন যুব নেতা আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, তারিকুল ইসলাম শিবলু সহ উপজেলা যুব মৈত্রী’র নেতারা।

সর্বশেষ