নতুনকথা ডেস্ক: মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামস্ বাহিনী দেশের বরেণ্য শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিকব্যক্তিত্বসহ বুদ্ধিজীবীদের পূর্ব প্রণীত নীলনকশা অনুযায়ী হত্যা করে। আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় সদস্য কমরেড দীপংকর সাহা দীপু, কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড কিশোর রায়, কমরেড শাহানা ফেরদৌসী লাকী, কমরেড বেনজির আহমেদ, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর সদস্য কমরেড রফিকুল ইসলাম সুজন, কমরেড তাপস কুমার রায়, কমরেড অতুলন দাস আলো প্রমুখ।
রায়েরবাজার বধ্যভূমিতে উপস্থিত ছিলেন পার্টির ঢাকা মহানগর সদস্য ও শহীদ রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়কারি কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড মীর ফিরোজ আলম, কমরেড বাচ্চু মিয়া, কমরেড হাবিবুর রহমান রনি। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের লাল সালাম জানান।