নতুন কথা রিপোর্ট : ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে মার্কিন রাষ্ট্রদূতের আচরণ ক্ষমার অযোগ্য। একাত্তরে সেই সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে জামাতসৃষ্ট আলবদর দেশের সর্বজনশ্রদ্ধেয় বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। সেই মার্কিন যুক্তরাষ্ট্র যখন তখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন বিস্মিত হওয়া ছাড়া উপায় থাকে না।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পুর্তি উপলক্ষে বছরব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্য্যালয়ে “শহীদ আসাদ মিলনায়তনে” বিজয় দিবসের ৫১তম বার্ষিকীতে ‘‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন একথা বলেন।
মেনন বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্ন এদেশের মানুষ নিজেরাই ফয়সালা করার যোগ্যতা রাখে। এজন্য বিদেশী সহায়তার কোন প্রয়োজন নাই। আলোচনা সভা সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, বিশেষ অতিথি ছিলেন, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, সাংবাদিক, কলামিস্ট ও উপদেষ্টা সম্পাদক দৈনিক সমকাল জনাব আবু সাঈদ খান, সঞ্চালন করেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নুর আহমদ বকুল।