29 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,045,602
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on September 24, 2023 10:56 PM
Homeজাতীয়শেখ হাসিনা-মোদি দ্বিপক্ষীয় বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি: মোমেন

শেখ হাসিনা-মোদি দ্বিপক্ষীয় বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়নি।ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নয়াদিল্লিতে শুক্রবার দুই সরকারপ্রধানের বৈঠকের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। খবর বাসসের।

মন্ত্রী বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়নি।

তিনি বলেন, বাংলাদেশসহ এ অঞ্চলে কেউ অস্থিতিশীলতা চায় না।

আবদুল মোমেনের ভাষ্য, বাংলাদেশের মানুষ ২০০১ সালের পরের খারাপ সময়ে ফিরে যেতে চায় না। তখন বিএনপি-জামায়াত জোট সরকার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। এ ছাড়া সারা দেশে বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও আদালতকক্ষে বিচারকদের ওপর বোমা হামলা হয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠকে নির্বাচনের বিষয়ে কথা উঠেছিল কি না, তা তার জানা নেই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলে দিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ