সোমবার,১১,ডিসেম্বর,২০২৩
20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,046,090
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on December 11, 2023 1:18 AM
Homeরাজনীতিশেরপুরে কমরেড আবুল বাশার বিগ্রেডের স্বাস্থ্য সামগ্রী বিতরণ

শেরপুরে কমরেড আবুল বাশার বিগ্রেডের স্বাস্থ্য সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার স্বেচ্ছাসেবক বাহিনী কমরেড আবুল বাশার ব্রিগেডের নেতৃত্বে স্বাস্থ্য সামগ্রী বিতরণ চলছে। ১৯ জুলাই সোমবার সকালে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য শেরপুর জেলার ইনচার্জ মোস্তফা আলমগীর রতন।

স্বেচ্ছাসেবক বাহিনী কমরেড আবুল বাশার ব্রিগেডের স্বমন্বকারী রাজিয়া সুলতানা ও সদস্য সচিব আমিনুল ইসলামের নেতৃত্বে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে দিনব্যাপী শেরপুরের পৌর এলাকায় বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে মাসক বিতরণসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। উদ্বোধনী বক্তব্যে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয় সদস্য শেরপুর জেলার ইনচার্জ মোস্তফা আলমগীর রতন বলেন করোনাকালীন মানবিক সাহায্য নিয়ে বাশার ব্রিগেড যে ভূমিকা রাখছে এজন্য ব্রিগেডকে ধন্যবাদ। তিনি বলেন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা করোনাকালীন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং বাশার ব্রিগেড গঠনের মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হলো।তিনি বলেন বাশার ব্রিগেড মানবিক সহায়তা নিয়ে আরো শক্তিশালী ভাবে মানুষের পাশে থাকবে, একটি অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গঠনে বাশার ব্রিগেড সহায়ক ভুমিকা রাখবে সেই প্রত্যাশা রইলো।বিতরণের চলমান প্রক্রিয়া হিসেবে ২০ জুলাই ২০ জন সাংবাদিকের মধ্যে মাস্ক,সাবান ও পোশাক বিতরণ করা হয়। ২২ জুলাই ১০০ পরিবহন শ্রমিকের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় এবং নকলা,নালিতাবাড়ী উপজেলায় মাস্ক বিতরণ করা হয়।উল্লেখ্য শেরপুর জেলায় ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া দুই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

সর্বশেষ