Monday,2,December,2024
19 C
Dhaka
Monday, December 2, 2024
Homeজাতীয়শোষণ বৈষম্যের বিরুদ্ধে মজলুম জননেতা মওলানা ভাষানীর আদর্শ অনুসরণ করতে হবে— জাতীয়...

শোষণ বৈষম্যের বিরুদ্ধে মজলুম জননেতা মওলানা ভাষানীর আদর্শ অনুসরণ করতে হবে— জাতীয় কৃষক সমিতি

“অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সঙ্গত এই অমোঘ বানী মজলুম জননেতা মওলানা ভাষানী তার জীবদ্দশায় প্রয়োগ করে গরীব কৃষক মজলুম মানুষদের পক্ষে দাড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বৃটিশ ভারতে আসামে লাইন প্রথার বিরুদ্ধে লড়াই, পাকিস্তান বিরুদ্ধে এবং সর্বশেষ মুক্তিযুদ্ধের সংগ্রামে মওলানা ভাষানী ছিলেন অবিসংবাদিত নেতা। কৃষক মুক্তির প্রশ্নে সা¤্রাজ্যবাদ সামান্তবাদ ধর্মান্ধতাবাদ বিরুদ্ধে ভাষানী ছিলেন আপোষহীন। শোষণ বৈষম্য দূর করতে সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ হিসেবে তিনি সমাজ বদলের সংগ্রামের নেতা ছিলেন। এদেশের বাম কমিউনিস্টদের নিয়ে শোষণমুক্তির লড়াই করেছেন। আজীবন লুটেরা পঁুজিবাদ বিরোধী সংগ্রাম, নয়াউদারতা বিরোধী তথা সা¤্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে মওলানা ভাষানী নিদেশিত আদর্শকেই অনুসরণ করতে হবে।”


আজ ১৭ নভেম্বর ২০২৪ জাতীয় কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে মজলুম জননেতা মওলানা ভাষানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভা জাতীয় কৃষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম গোলাপ সভাপতিত্বে ৩১/এফ তোপখানা রোডে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, কৃষকনেতা নুর আহমদ বকুল, শরীফ শমসির প্রমুখ। সভাটি পরিচালনা করেন ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু।

সন্তোষে মওলানা ভাষানীর মাজারে পুষ্পমাল্য অর্পণ
জাতীয় কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ ১৭ নভেম্বর ২০২৪ মওলানা ভাষানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা গোলাম নওজব পাওয়ার চৌধুরী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাদাকাত হোসেন বাবুল খানের নেতৃত্বে মওলানা ভাষানীর মাজারে কেন্দ্রীয় প্রতিনিধি দল পুষ্পমাল্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতিশ্রদ্ধা জানান।

সর্বশেষ