বুধবার,২৯,নভেম্বর,২০২৩
29 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,046,026
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on November 29, 2023 4:26 PM
Homeজীবন সংগ্রামশ্রমজীবি মানুষের পাশে যশোর জেলা যুবমৈত্রী

শ্রমজীবি মানুষের পাশে যশোর জেলা যুবমৈত্রী

যশোর প্রতিনিধিঃ যশোর জেলা বাংলাদেশ যুব মৈত্রী  উদ্যোগে, করোনা কালীন ধারাবাহিক ত্রান তৎপরতার অংশ হিসাবে,গত ১৯ আগষ্ট শুক্রবার সন্ধায় যশোর সার্কিট হাউজের সামনে চলমান শ্রমজীবি ২০০ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়। 
 
এরপর যশোর জিলা স্কুল ক্যাম্পাসে যুব মৈত্রী উদ্যোগে শহরস্হ যুবমৈত্রী-ছাত্রমৈত্রী প্রাক্তন নেতা কর্মীদের মতবিনিময়, স্মৃতিচরনের মধ্যে দিয়ে রাত ১০ টায় কর্মসূচি শেষ হয়। এ সময় উপস্হিত ছিলেন জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রশিদ ডলার , সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, ছাত্রমৈত্রী এম এম কলেজের সাবেক সভাপতি সাব্বির হোসেন তুতুল, ছাত্রনেতা তৌহিদ জামান সেলিম আহম্মেদ, টুটুল খাঁন, 
 
 

মাসুদুর রহমান, ছাত্রমৈত্রী জেলা সাধারন সম্পাদক অরুপ মৈত্র,রমেন বিশ্বাস, সুমন মন্ডল , সাবেক যুব মৈত্রী কেন্দ্রীয় নেতা সুজল মন্ডল, জিয়াউর হক জিয়া, কৃষ্ন সরকার প্রমূখ । কর্মসূচীতে শহরস্হ পার্টি কর্মী , চাঁচড়া, আরবপুর ও দেওড়া ইউনিয়নের পার্টি কর্মী’রা অংশ নেন ।

সর্বশেষ