ডেস্ক রিপোর্ট: প্রায় তিনদিন পর বাংলাদেশে সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
সোমবার সন্ধ্যার পর থেকেই স্বাভাবিকভাবেই চলছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
এর আগে শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর মেসেজিং অ্যাপ ডাউন করে রাখা হয়েছে বলে শনিবার (২৭ মার্চ) জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক এক বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশে ফেসবুক সীমিত করার বিষয়টি আমরা জানি। আমরা এটি বোঝার চেষ্টা করছি। সবাই যাতে দ্রুত পূর্ণ একসেস পায় সেজন্য আমরা কাজ করছি।’