শনিবার,৬,ডিসেম্বর,২০২৫
18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
প্রচ্ছদরাজনীতিসব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল হোক, নাহিদ ইসলাম

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল হোক, নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তফশিল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান নেতার সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফশিল ঘোষণা হোক।’

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘এনসিপি এখন পর্যন্ত কারও সঙ্গে অপ্রকাশ্য বা প্রকাশ্য কোনও সমঝোতায় যায়নি। একটি পক্ষ আমাদের ব্যাপারে অপপ্রচার করছে। অতি শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবো। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে।’ তিনি বলেন, ‘নির্বাচন কোনও বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না। আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচনবিরোধী। কিন্তু আমরা নির্বাচন চাই। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না।’ এনসিপির আহ্বায়ক জানান, তার দলের যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না বরং ত্বরান্বিত হবে। তার মতে নির্বাচনের পরেও সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত থাকতে হবে। তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে আছে বলব না। তবে নানা সীমাবদ্ধতা নিয়েও এগিয়ে যেতে হবে।’

সর্বশেষ