দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সরকাপন্থি নতুন একটি জোটের আত্মপ্রকাশ হচ্ছে বুধবার (১৩ সেপ্টেম্বর)। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে এই জোটের ঘোষণা আসবে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ কথা জানান ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান।
অ্যাডভোকেট নুরুল ইসলাম খান জানান, অন্তত ১২-১৩টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই জোটের সব শরিক দলই মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত। জোটে প্রগতিশীল ও ইসলামি-সমমনা দলগুলোও থাকবে।
সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের নেতৃত্বে গঠিত এই জোটের সম্ভাব্য শরিক দলগুলো হচ্ছে— ইসলামী গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম বাংলাদেশ,বাংলাদেশ তরীকত ফ্রন্ট, ইসলামী লিবারেল পার্টি, গণআজাদী লীগ, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জনমত পার্টি ইত্যাদি।