31 C
Dhaka
রবিবার, জুন ৪, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,039,244
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on June 4, 2023 9:59 PM
Homeরাজনীতিসাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে খুলনায় গণশিল্পী’র মানববন্ধন

সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে খুলনায় গণশিল্পী’র মানববন্ধন

নতুন কথা ডেস্ক : দৈনিক প্রথম আলোর বরেণ্য সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে তাঁর অবিলম্বে মুক্তির দাবীতে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনা’র উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক গৌতম কুমার কু-ুর সঞ্চালনায় ১৯ মে ২০২১ বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস কাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপংকর সাহা দিপু, খুলনার সাংস্কৃতিক আন্দোলন সমন্বয়ক কমিটির আহ্বায়ক মোকলেসুর রহমান বাবলু, নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা, সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সভাপতি হুমায়ুন কবির ববি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড মিজানুর রহমান বাবু, ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি কমরেড মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড ফারুখ-ইল ইসলাম, শ্রমিকনেতা কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শাহীন জামাল পন, অধ্যাপক মাধব কৃষ্ণ ম-ল, জাতীয় কবিতার পরিষদের কবি ইমদাদ আলী, কবি এল কে টপি, কমরেড অজয় কুমার দে, সাংস্কৃতিক সংগঠক শের আলী শের বাগ, সাংবাদিক কৌশিক দে বাপী, যুব মৈত্রী সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, মনির হোসেন, আরিফুর রহমান বিপ্লব, নারায়ণ চন্দ্র সাহা, কৃষ্ণ পদ দাস, নান্দিক একাডেমির জেসমিন জামান, রেহেনা পারভীন পলি, ফুলতলা গণশিল্পীর অধ্যাপক জাহাঙ্গীর আলম ও নাজমুল তারিক তুষার।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক অবিলম্বে মুক্তির দাবি জানান।

সর্বশেষ