শনিবার,১৫,নভেম্বর,২০২৫
21 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদঅনুসন্ধিৎসাবিজ্ঞান ও প্রযুক্তিস্কুলে এআই শিক্ষা: হোয়াইট হাউসের পরিকল্পনা

স্কুলে এআই শিক্ষা: হোয়াইট হাউসের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শেখানো নিয়ে হোয়াইট হাউসের পরিকল্পনায় সায় দিয়েছে বড় বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি।বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে এআই শেখানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রধান ও এআই খাতের শীর্ষ নেতারা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

এসব জায়ান্ট প্রযুক্তি কোম্পানির মধ্যে রয়েছে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও এআই স্টার্টআপ অ্যানথ্রপিক।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলে এআই শেখানো নিয়ে হোয়াইট হাউসের এ প্রতিশ্রুতিতে অংশ নেওয়ার কথা বলেছে এসব প্রযুক্তি কোম্পানি।

এ প্রতিশ্রুতির উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের এআই প্রযুক্তির প্রতি আগ্রহ গড়ে তোলা, এআই সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বাড়ানো এবং অভিভাবক ও শিক্ষকদের জন্য এআই বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা।

প্রতিশ্রুতির অংশ হিসেবে শিক্ষামূলক কাজে এআই ব্যবহার করা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নগদ অর্থ পুরস্কার দেওয়ার কথা বলেছে কিছু কোম্পানি। আবার কিছু কোম্পানি কম খরচে বা বিনামূল্যে তাদের এআই টুল, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

হোয়াইট হাউসের এ উদ্যোগ আপাতদৃষ্টিতে ভালো ও ইতিবাচক মনে হলেও আজকের যুগে এআই কী করতে পারে আর কী করতে পারে না তা বোঝা খুবই জরুরি। কারণ বিভিন্ন শিল্পখাত এখন এ প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে।দুই ডজনেরও বেশি নামকরা প্রযুক্তি ও ব্যবসা খাতের প্রধানকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। ছবি: রয়টার্স

এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, বিষয়টি নিয়ে একটু গভীরে ভাবলে স্বাভাবিকভারেই প্রশ্ন ওঠে যে, বর্তমান মার্কিন সরকার যেখানে শিক্ষা মন্ত্রণালয়কে ‘অতিরিক্ত সচেতন’ করতে গিয়ে ছোট করছে, এমনকি তা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, সেখানে এ উদ্যোগ আদৌ ভালো করে চিন্তা করে ও শিক্ষার্থীদের মঙ্গলের কথা মাথায় রেখে করা হয়েছে কি না।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এ পরিকল্পনার বিষয়ে কোনো শিক্ষককে আগে থেকে জিজ্ঞেস করা হয়েছিল কি না এবং শিক্ষার্থীদের কীভাবে এআইয়ের যুগের জন্য সঠিকভাবে প্রস্তুত করা যায় সেই বিষয়ে শিক্ষকদের পরামর্শ নেওয়া হয়েছিল কি না তা-ও স্পষ্ট নয় বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

হোয়াইট হাউসে নতুনভাবে সাজানো রোজ গার্ডেনের এ উদ্বোধনী অনুষ্ঠানে দুই ডজনেরও বেশি নামকরা প্রযুক্তি ও ব্যবসা খাতের প্রধানকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প।

এ অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা প্রধান মার্ক জাকারবার্গ, অ্যাপলের সিইও টিম কুক, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।

এদিকে, যারা অন্যের বিপদ দেখে গোপনে একটু আনন্দ পান মানে ‘শাডেনফ্রয়েড’, তাদের উল্লেখ করে এনগ্যাজেট লিখেছে, ট্রাম্পের এক সময়কার ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’ ইলন মাস্ককে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

সর্বশেষ