বরিশাল প্রতিনিধিঃ আজ ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ যুব মৈত্রী বরিশাল জেলা কমিটির সভা জেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে ফকির বাড়ি রোডস্থ সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা যুবমৈত্রী’র প্রয়াত নেতা গোলাম মোর্শেদ পনিরের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুব মৈত্রী’র সম্মানিত সদস্য সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড শেখ মোঃ টিপু সুলতান, কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক তাপস দাস,অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, জেলা সাধারণ মোঃ জামাল উদ্দিন, জেলা নেতা আলমগীর হোসেন মৃধা, আনোয়ার হোসেন হালিম, জাহিদ হোসেন খান ফারুক, জামাল গাজী, কুমার আকাশ, রফিকুল ইসলাম, আঃ মান্নান শিকদার প্রমুখ। সভায় সর্বসম্মতভাবে বাংলাদেশ যুব মৈত্রী বরিশাল জেলা সম্মেলন ২৮ জানুয়ারী ২০২২ এবং বিভিন্ন উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় বক্তারা বলেন যে, যুব মৈত্রী’র জেলা সম্মেলনের মধ্য দিয়ে তৃনমুল থেকে যুব সমাজকে সংগঠিত করে। বেকারত্ব, দুর্নীতি, জঙ্গিবাদ,মাদক, ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার উপরে জোর দেন।