“আগামী চার কর্মদিবসের মধ্যে আউটসোর্সিং খাতে ঠিকাদারি প্রথা বাতিল করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ”
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
তাদের দাবিগুলো হলো—
*আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করতে হবে।
*আউটসোর্সিং খাতে সব সরকারি,আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে।
* চাকরিচ্যুতদের অতি শিগগিরই পুনর্বহাল এবং বকেয়া বেতন পরিশোধ করাসহ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সব সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
* সকল প্রকার ভাতা ও ছুটি প্রদান করতে হবে।
* আউটসোর্সিং বা দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের পে-কমিশনের তালিকায় অন্তর্ভুক্ত করে বেতন নির্ধারণ করার আওতায় আনতে হবে।



