রবিবার,১৬,নভেম্বর,২০২৫
28 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
প্রচ্ছদজাতীয়৫ দফা আদায়ে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, জামায়াত

৫ দফা আদায়ে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, জামায়াত

জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহর ও ২৬ সেপ্টেম্বর  সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে দলটি। এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সমমনা দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলনে নামবে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচির ঘোষণা দেন।

উল্লেখ্য, গতকাল রবিবার ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মামুনুল হক  জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ ছাড়া দাবি আদায়ে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি।

সর্বশেষ