অস্ট্রেলিয়ায় কার্যক্রম বন্ধের হুমকি গুগলের

টেকডেস্ক : সার্চ রেজাল্টে খবর দেখালে বা শেয়ার করলে সংবাদ মাধ্যমকে আয়ের একটি অংশ দিতে হবে গুগলকে।

অস্ট্রেলিয়া সরকারের এমন দাবি মানতে রাজি নয় গুগল। তাই দেশটিতে সকল কার্যক্রম বন্ধের হুমকি দিয়েছে টেক জায়ান্টটি। জবাবে স্কট মরিসন বলেছেন, হুমকি নিয়ে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাই না।গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার প্রিন্ট সংস্করণের পত্রিকাগুলোর আয় কমেছে এক-তৃতীয়াংশ। অন্যদিকে, ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে গুগল ও ফেইসবুকের বেড়েছে বহুগুণ।ফলে একে একে ১২৫টি পত্রিকা প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইনে সেবা দিচ্ছে। আয় কমে যাওয়ায় চাকরি গেছে অনেক সংবাদ কর্মীর। এ অবস্থার পরিবর্তন ঘটাতেই আইন করে গুগল ও ফেইসবুকের আয়ের একটি অংশ পত্রিকাগুলোকে দিতে চাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার।

দেশটিতে সার্চ ইঞ্জিন গুগলের মার্কেট শেয়ার ৯০-৯৫ শতাংশ। মাইক্রোসফট, বিঞ্জ, ডাকডাকগো ও ইয়াহুর ব্যবহারকারী থাকলেও গুগলের তুলনায় তা নগণ্য। অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহারে মানুষ অভ্যস্ত নয়। সব বিষয়ের উপর কনটেন্টও সেখানে পাওয়া দুষ্কর। গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, জিমেইল, গুগল ম্যাপস, ইউটিউবের সেবাও দেয় গুগল। অতএব গুগল অস্ট্রেলিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিলে এসব অ্যাপের ব্যবহারকারীরাও বিপদে পড়বেন।