বৃহস্পতিবার,১৫,জানুয়ারি,২০২৬
18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
প্রচ্ছদসীমানা পেরিয়েইরানের রেজা পাহলভিকে তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কি না- ...

ইরানের রেজা পাহলভিকে তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কি না- আমি নিশ্চিত নই, ট্রাম্প

ইরানের বিরোধী নেতা রেজা পাহলভি খুবই ভদ্র ও ভালো মানুষ মনে হয়, তবে তিনি ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।ট্রাম্প বলেছেন, সে খুব ভালো মানুষ মনে হয়, কিন্তু নিজের দেশে সে কেমন করবে, আমি জানি না। আর আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি। তিনি আরও বলেছেন, তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কি না, আমি নিশ্চিত নই। যদি মেনে নেয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। পাহলভির সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প আরও বলেন, বিক্ষোভের কারণে ইরান সরকারের পতন হতে পারে, তবে সত্যি বলতে যেকোনো শাসনব্যবস্থাই ভেঙে পড়তে পারে। তবে পড়ুক বা না পড়ুক, সময়টা খুবই গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে যাচ্ছে। উল্লেখ্য, ৬৫ বছর বয়সী রেজা পাহলভি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগেই ইরান ছেড়েছিলেন। সাম্প্রতিক বিক্ষোভে তিনি সামনে এলেও ইরানে তার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

সুত্র-রয়টার্স 

সর্বশেষ