Site icon নতুন কথা

উত্তেজনা বাড়াতে দক্ষিণ চীনা সাগরে ফের রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক :
 এশিয়ার পরাশক্তি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতির মধ্যে বিতর্কিত দক্ষিণ চীনা সাগরে আবারও বিমানবাহী রণতরী পাঠাল ট্রাম্প প্রশাসন। এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে দ্বিতীয় দফায় রণতরী পাঠিয়েছে দেশটি।

মার্কিন নৌবাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ইউএসএস নিমিটজ ও ইউএসএস রোনাল্ড রিগ্যান ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে নৌপথে অপারেশন এবং সামরিক মহড়া শেষ করে দক্ষিণ চীন সাগরে ফিরে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিমিটজ এবং রিগ্যান ক্যারিয়ার দক্ষিণ চীন সাগরে পুরদমে কাজ শুরু করেছে। এবার ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সহযোগী এবং সহযোগীদের প্রতি অঙ্গীকার জোরদারে জাহাজগুলোকে সেখানে মোতায়েন করা হয়েছে।

নিমিটজের কমান্ডার রিয়্যার অ্যাডমিরাল জিম কার্কের মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী শুরু থেকেই দক্ষিণ চীন সাগরে কাজ করছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ। এখানে কোনোদিন রাজনৈতিক কারণে কিছু করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। সূত্র : রয়টার্স

Exit mobile version