Site icon নতুন কথা

একাকী | সোহেল আমীর

একাকী

আমার জীবনে কোন সঙ্গীত ছিল না,
রাস্তার অনাথরাই ছিল আমার একান্ত সঙ্গী।
জ্বলন্ত রাস্তায় হেঁটেছি আমি খালি পায়ে,
কাঁটা গাছ আলিঙ্গন করেছি বুকে গায়ে।

সামলিয়েছি ঝড়, মহামারী, জলোচ্ছ্বাস,
বাতাস খেয়ে পার করেছি পুরো মাস।
কবর খুঁড়ে শুয়ে দেখেছি অজস্রবার,
বিষপানে মরেছি আমি না করে চিৎকার।

নিজেকে তিলে তিলে,
খুন করে,
আজ আমার উপলব্ধি—
মানুষ হতে এখনও অনেক বাকি!

Exit mobile version