রবিবার,৯,নভেম্বর,২০২৫
23 C
Dhaka
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
প্রচ্ছদখেলাধুলাএশিয়া কাপে খেলতে বাংলাদেশ হকি দল এখন ভারতে

এশিয়া কাপে খেলতে বাংলাদেশ হকি দল এখন ভারতে

আগামী শনিবার ভারতে পর্দা উঠবে এশিয়া কাপ হকির। সেখানে অংশ নিতে আজ সকাল ১০টায় দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল।

কলকাতায় নেমে সড়কপথে রাজগিরে পৌঁছানোর কথা আজ রাতেই। সেখানে মালয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী দিনের ম্যাচের আগে আরও দু’টি অনুশীলন সেশন পাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব গণমাধ্যমে বলেন, ‘শেষ ১৪ দিনে ছেলেরা সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছে। আমি বিশ্বাস করি, তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু উপহার দিতে পারবে।’

ইন্দোনেশিয়ায় গত এপ্রিলে এএইচএফ কাপে তৃতীয় হয়ে মূল আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও, শেষ মুহূর্তে জায়গা পায় বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সরে দাঁড়ালে সে জায়গা নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়বে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের সঙ্গে।

সর্বশেষ