বৃহস্পতিবার,২৫,এপ্রিল,২০২৪
28 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসম্পাদকীয়শোক কথাবীর মুক্তিযোদ্ধা কমরেড মীর দেলওয়ার হোসেন-এর জীবনাবসান

বীর মুক্তিযোদ্ধা কমরেড মীর দেলওয়ার হোসেন-এর জীবনাবসান

নতুন কথা প্রতিবেদন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রবীন নেতা, সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা, বীর মুক্তি যোদ্ধা, কমরেড মীর দেলওয়ার হোসেন আজ ২৭ মে ২০২১ দিবাগত রাত ১২টায় মিরপুর হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরন করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা রেখে যান। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, কমরেড মীর দেলওয়ার হোসেন ছিলেন আদর্শবাদী ও নিবেদিতপ্রাণ কমিউনিস্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সংগ্রামী শ্রমিক রাজনীতি এদেশের শ্রমিক আন্দোলন বহু দিন মনে রাখবে।
উল্লেখ্য, কমরেড মীর দেলওয়ার হোসেনের জানাজার নামাজ আজ সকাল ১০টায় ধান‌ গবেষণা ইনস্টিটিউট কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে এবং বাদ জোহর শান্তিবাগ চত্বর দক্ষিণ এলাকায় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সশস্ত্র সালামের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়।
কমরেড মীর দেলওয়ার হোসেন, লাল সালাম ।

সর্বশেষ