Site icon নতুন কথা

কমরেড হাফিজ ভূইয়া’র ৫ম মৃত্যুবার্ষিকী

Hafizur Rahaman

কমরেড হাফিজুর রহমান - ফাইল ফটো

নতুন কথা ডেস্ক ॥ আজ ১২ ফেব্রুয়ারি কিংবদন্তী শ্রমিক নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি আজীবন কমিউনিস্ট বিপ্লবী প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূইয়া’র ৫ম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এ দিনে কলকারখানা ও খেত-খামারের শ্রমজীবী মানুষের লড়াইয়ের অকৃত্রিম বন্ধু কমরেড হাফিজ ভূইয়া’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসানের ঘটে। সবাইকে কাঁদিয়ে তিনি চলে যান প্রকৃতির অমোঘ সত্য- মৃত্যুর ডাকে। তিনি চির বিদায় নেন ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ থেকে।

কমরেড হাফিজ ভূইয়া শারীরিক বিদায় নিলেও তার আদর্শ ও লড়াই সংগ্রামের স্মৃতি আজো তার দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন ও শ্রমিক শ্রেণির মানুষ যথাযোগ্য মর্যাদায় স্মরণ করেন। ফি বছরের ন্যায় তার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি নানা আয়োজন করেছেন। ১২ ফেব্রুয়ারি তার স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে স্মরণ সভা। এছাড়া জাতীয় শ্রমিক ফেডারেশনও নানা আয়োজনে পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করবে। বর্ষীয়ান মার্কসবাদী এই প্রয়াত নেতার প্রতি পার্টি ও নতুন কথা পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

Exit mobile version