বুধবার,২৪,এপ্রিল,২০২৪
36 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়করোনার প্রকোপ : স্থগিত সকল নির্বাচন

করোনার প্রকোপ : স্থগিত সকল নির্বাচন

নতুন কথা ডেস্ক :  দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে কমিশন বৈঠক শেষে ইসি সচিব নির্বাচন স্থগিতের এ ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে। দেশের অবস্থা স্বাভাবিক হলে আবার নির্বাচন হবে। এরআগে গত ২৯ মার্চ করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়।
গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে। এ জন্য সরকার ১৮ নির্দেশনা জারি করলেও কার্যত কোন কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই কাজ করে চলছেন।
১ এপ্রিল করোনা সংক্রমণে রেকর্ড ছাড়িয়েছে। এতে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪৬৯ জন।

সর্বশেষ