শনিবার,১৫,নভেম্বর,২০২৫
27 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদজাতীয়কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডের নিন্দা ওয়ার্কার্স পার্টির

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডের নিন্দা ওয়ার্কার্স পার্টির

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভা সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডের ঘটনাবলির নিন্দা জানিয়েছে। পলিটব্যুরোর সভা নিহত—আহতদের সংখ্যা ও তালিকা নিরূপণ ও কি পরিস্থিতিতে এ সকল হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা নির্ধারণের জন্য এতোদ্পলক্ষ্যে গঠিত বিচারবিভাগীয় তদন্তে কমিশনের পরিধি বিস্তৃত করণের দাবি জানিয়েছেন। ওয়ার্কার্স পার্টির সভায় একই সঙ্গে দোষী নির্দোষ নির্বিশেষে গণ— গ্রেফতার ও গ্রেফতার বাণিজ্যে মানুষকে হয়রানীর উদ্বেগ প্রকাশ করা হয়। এবং অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানান হয়।
পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত আজ ২৮ জুলাই অনুষ্ঠিত পলিটব্যুরোর সভার শুরুতে কোটা আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড ড. সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।

সর্বশেষ