ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা কেবল ডেনমার্কের একার নয়, বরং এটি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) জন্য একটি সামষ্টিক দায়িত্ব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি এই মন্তব্য করেন।গ্রিনল্যান্ডকে ‘জবরদখলের’ লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে উত্তর মেরুর এই বিশাল দ্বীপটির সুরক্ষাকে পুরো ন্যাটো জোটের জন্য ‘সাধারণ উদ্বেগের বিষয়’ হিসেবে ঘোষণা করেছে ডেনমার্ক। উদ্ভূত পরিস্থিতিতে দ্বীপটির প্রতিরক্ষা জোরদার করতে ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সেখানে সেনা পৌঁছাতে শুরু করেছে।
ফ্রেডেরিকসেন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা এখনও অটুট রয়েছে। এটি স্পষ্টতই একটি গুরুতর বিষয় এবং এই পরিস্থিতি রুখতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস–ফ্রেডেরিক নিলসেন কড়া ভাষায় জানিয়েছেন, গ্রিনল্যান্ড কোনও বিক্রয়যোগ্য বস্তু নয়। তিনি বলেন, সংলাপ তখনই সম্ভব যখন আমাদের সাংবিধানিক অবস্থান, আন্তর্জাতিক আইন এবং আমাদের নিজেদের দেশের ওপর আমাদের অধিকারের প্রতি সম্মান দেখানো হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হিসেবে ন্যাটোর সদস্য এবং এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শাসনাধীন হবে না।


