শনিবার,১৫,নভেম্বর,২০২৫
27 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদজাতীয়জননেতা রাশেদ খান মেনননের গ্রেফতারের প্রতিবাদ –ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিবৃতি

জননেতা রাশেদ খান মেনননের গ্রেফতারের প্রতিবাদ –ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিবৃতি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিপ্লবী সভাপতি রাশেদ খান মেননকে আজ ২২ আগস্ট বিকেল ৫.১৫ মিনিট তার বাসা থেকে গ্রেফতার করে ডি.বি অফিসে নেওয়া হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর এই ঘটনার তীব্র প্রতিবাদ ও উদ্বিগ্নতা জানিয়ে বলা হয় এদেশের মুক্তি সংগ্রাম, আয়ুব স্বৈরশাহীর বিরুদ্ধে লড়াই, সামরিক শাসন বিরোধী লড়াইসহ মওলানা ভাসানীর একনিষ্ট সহচর প্রগতিবাদী, সাম্যবাদী লড়াইয়ের অগ্রগামী সৈনিককে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে যেন পরিণত করা না হয়। ৮২ বছর বয়োসী বয়োবৃদ্ধ, সংগ্রামী নেতার সকল নিরাপত্তা নিশ্চিত করে গোয়েন্দা বিভাগ তাদের আইনী কার্যপরিচালনা করবেন। আসামীর সকল আইনী অধিকার, মানবিধিকার যেন সুরক্ষা দেওয়া হয়। বয়োবৃদ্ধ মানুষের স্বাস্থ্য চেকআপসহ অনতিবিলম্বে জামিন দেওয়া হয়। সারাদেশের কর্মী বাহিনী শান্ত থেকে তার মুক্তির জন্য দোয়া প্রার্থনা করার আহবান জানান হয়।

সর্বশেষ