বৃহস্পতিবার,২৮,মার্চ,২০২৪
24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeরাজনীতিরাজশাহীতে বাড়ি বাড়ি জামিল ব্রিগেডের মাস্ক বিতরণ অব্যাহত

রাজশাহীতে বাড়ি বাড়ি জামিল ব্রিগেডের মাস্ক বিতরণ অব্যাহত

নতুন কথা ডেস্ক: বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবাপ্রদানের পাশাপাশি তৃণমূলের মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। একইসঙ্গে সংগঠনটির সদস্যরা মাইকিং করে তাদের সেবা ও স্বাস্থ্যবিধি সম্বলিত সচেতনতামূলক প্রচারপত্রও বিলিকরছেন।

বুধবার (২৮ জুলাই) বেলা ১২টায় প্রথমে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুলইসলাম পিন্টুকে মাস্ক পরানোর মধ্য দিয়ে ব্রিগেডের নগর, থানা ও স্থানীয় ওয়ার্ডের সমন্বয়কারীদের নেতৃত্বে একদলকর্মী ওই এলাকার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করেন। এ সময় মাস্ক না পড়ে বাইরে বের না হওয়ার বিষয়ে মানুষকে নিরুৎসাহিত করেন বিগ্রেডেরসদস্যরা।

কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু। জানতে চাইলে তিনিবলেন, ‘মধ্য শহরে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাকিছুটা দেখা গেলেও ওয়ার্ড এবং থানা পর্যায়ে এটি অনেক কম। এমন পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ঠেকানো খুব কঠিন। এসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে শহরের বিভিন্ন থানা ও ওয়ার্ডসহ শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় ঘুরছি। যার মুখে মাস্ক নেই; তাকে সচেতন করছি। বিনামূল্যে মাস্কও দিচ্ছি। আমরা বিশ্বাস করি- মানুষ ঘরের বাইরে বের হয়ে নিয়মিত মাস্ক পরিধান করলে অচিরেই সংক্রমণের লাগাম টানা সহজ হয়ে উঠবে।’

এসময় তার সাথে শহীদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, সীতানাথ বণিক, মতিহার থানার সমন্বয়কারী আলমগীর হোসেন, নারী মুক্তি সংসদের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শহীনুর বেগম,  ওয়ার্কার্স পার্টির ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি ফায়সাল আহমেদ রাতুল, ওহিদুর রহমান, ২৯ নম্বর ওয়ার্ডের  সভাপতি রঞ্জু আলী, ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জয়নাল আবেদিন নান্টু, ২৯ নম্বর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নারী মুক্তির সংসদের জেলার সহ-সভাপতি নাসরীন আক্তার, পারুল বেগম, শ্রমিক নেতা খায়রুল বাসার, রনি, জিয়াউর রহমান, শহীদুল ইসলাম, জিল্লুর রহমান রানা প্রমুখ।

সর্বশেষ