রবিবার,৯,নভেম্বর,২০২৫
26 C
Dhaka
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
প্রচ্ছদরাজনীতিজুলাই সনদ স্বাক্ষর এ জাতির ইতিহাসে স্মরণীয় দিন, সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদ স্বাক্ষর এ জাতির ইতিহাসে স্মরণীয় দিন, সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “জুলাই সনদ স্বাক্ষর এ জাতির ইতিহাসে স্মরণীয় দিন। আজকে শহীদের আত্মত্যাগ, জাতির আকাঙ্ক্ষা, জন প্রত্যাশা পূরণের শুরু হলো কেবল। এগুলো পূরণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি রাষ্ট্র কাঠামো অর্জন করতে পারবো।”

অন্যদিকে জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন। ঐতিহাসিক এ সনদে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেল ৫টায় এই স্বাক্ষর অনুষ্ঠান হয়।

বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

সর্বশেষ