ঢাকায় ফুলেল শ্রদ্ধা

নতুন কথা প্রতিবেদনঃ শহীদ রাসেল আহমেদ খানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গত ২৮ অক্টোবর রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যাল চত্বরে শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। বাংলাদেশ যুব মৈত্রী আয়োজিত ওই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রথমেই শহীদ রাসেল-এর স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান যুব মৈত্রী’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানি, আব্দুল আহাদ মিনার, কায়সার আলম, তাপস দাস, কাজী মাহামুদুল হক সেনা, এম এম মিলটন, মিজানুর রহমান মিজান, মানিক হাওলাদার, জসিম উদ্দীন, ওমর ফারুক সুমন, টিপু সুলতান, জামিরুল ইসলাম ডালিম, হজরত আলী সুমন, ফুলবাবুসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ। এর পরেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শহীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো’র সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আমিরুল হক আমিন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড আবুল হোসেন, কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড মুতাসিম বিল্লাহ সানি, কমরেড কাজী মাহমুদুল হক সেনা প্রমুখ। সভাপতি কমরেড আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়-এর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি। এ সময় উপস্থিত ছিলেন কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড মোতাসিম বিল্লাহ সানি, কমরেড কাজী মাহমুদুল হক সেনা, কমরেড তাপস দাস, কমরেড তাপস কুমার রায়, কমরেড রফিকুল ইসলাম সুজন, কমরেড তপন সাহা, কমরেড ওমর ফারুক সুমন প্রমুখ। জাতীয় শ্রমিক ফেডারেশনের পক্ষে শ্রদ্ধা জানান সভাপতি কামরূল আহসান, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন।। বাংলাদেশ ছাত্র মৈত্রী’র পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি ফারুক আহমেদ রুবেল, সহ-সভাপতি অতুলন দাস আলোসহ কেন্দ্রী নেতৃবৃন্দ। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনসহ  কেন্দ্রীয় নেতৃবৃন্দ। টেক্সটাইল গামেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষে শ্রদ্ধা জানান তপন সাহা। জাতীয় কৃষক সমিতির পক্ষে শ্রদ্ধা জানান আবুল কালাম আজাদ খান। সাপ্তাহিক নতুন কথা পরিবারের পক্ষ থেকে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এম.এম. মিল্টন। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় গার্হ্যস্থ নারী শ্রমিক ইউনিয়ন নেতা মুর্শিদা আখতার নাহার।