শুক্রবার,১৯,এপ্রিল,২০২৪
32 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসংগ্রামে সংগঠনত্রিশালে নারী মুক্তি সংসদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ত্রিশালে নারী মুক্তি সংসদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ত্রিশাল প্রতিনিধি : গত ৮ মার্চ , ময়মনসিংহের ত্রিশালে নারী মুক্তি সংসদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ত্রিশাল হিন্দু পল্লীতে অবস্থিত কৃষি প্রযুক্তি কেন্দ্রে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদ, ত্রিশাল উপজেলা কমিটির সভাপতি গায়েত্রী রানী তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট নারী নেত্রী মাহমুদা খানম রুমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বিশ্বের মুখপাত্র পত্রিকার সম্পাদক এন বি এম ইব্রাহিম খলিল (রহিম), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির সভাপতি কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, সাধারণ সম্পাদক কমরেড রাধা রমন মোদক, নারী মুক্তি সংসদ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কল্পনা রানী মোদক, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ মোদক প্রমুখ। এছাড়া প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ত্রিশাল সরকারি কলেজের সাবেক অধ্যাপক কবি সাব্বির রেজা। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গীতা রানী রায় ও তরুণ কণ্ঠ শিল্পী ইসরাত জাহান নিপা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা খানম রুমা বলেন, অধিকার আদায় করতে হলে নারীদেরকেই ঘর থেকে বের হয়ে আসতে হবে। সংগ্রাম করে আধিকার আদায় করতে হবে।অধিকার কেউ কাউকে দেয় না। আদায় করে নিতে হয়।

সর্বশেষ