মঙ্গলবার,২,ডিসেম্বর,২০২৫
22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
প্রচ্ছদজাতীয়নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এর সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এর সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়

গত ১ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৩ জনের সমন্বয়ে একটি প্রতিনিধি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন মাননীয় সিনিয়র সচিব জনাব আকতার আহমদের সংগে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে ছিলেন জনাব মাহমুদুল হাসান মানিক, ভারপ্রাপ্ত সভাপতি, জনাব নুর আহমদ বকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জনাব কামরূল আহসান, পলিটব্যুরোর সদস্য। সকাল ১০:১৫ থেকে বেলা ১১টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।
 
নেতৃবৃন্দ ১০ দফা সন্বলিত একটি প্রস্তাবনা মাননীয় সচিবের হাতে প্রদান করেন। প্রস্তাবনায় সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়ভীতিহীন, ইনক্লুসিভ (অন্ভুক্তিমূলক) তথা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নির্বাচন করার কথা বলা হয়। পাশাপাশি নির্বাচনকে অর্থবহ করে তুলতে, গণতান্ত্রিক স্থিতিশীলতায় আনয়নে ওয়ার্কার্স পার্টির সভাপতি ৬ বার সংসদ সদস্য, জাতীয় নেতা রাশেদ খান মেননের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী, সাধারণ সম্পাদক ৩ বারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ অন্যান্য নেতার নামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়।
 
প্রস্তাবনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষে নির্বাচনে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার নিষিদ্ধ, কালোটাকা, পেশী শক্তি, ঋণখেলাপি প্রতিরোধের ব্যবস্থা রাখার দাবী করা হয়। সার্বিকভাবে দেশের অর্ন্তবতী সরকারের আমলে, রাজনৈতিক অনিশ্চিয়তার মধ্যে আসন্ন নির্বাচনটি খুবই চ্যালেঞ্জপূর্ণ। সেটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ অবস্থান ও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পালন করার দাবি করা হয়।
 
দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রে উত্তরণে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর এখন সময়ের দাবী। দেশের শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, সর্বোপরি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে নির্বাচনী ব্যবস্থায় অংশীজন করে তুলতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্ধারন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তি পূর্ণ, সকল দলের অংশগ্রহণের নিশ্চয়তা প্রদানসহ সকল রকম প্রভাব মুক্ত থেকে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে সচেষ্ট থাকতে হবে।
 
সৌহার্দপূর্ণ এই আলোচনায় নেতৃবৃন্দ মাননীয় সিনিয়র সচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সর্বশেষ