সোমবার,৮,ডিসেম্বর,২০২৫
17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েনেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন

নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার দাবি, গাজা বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপ খুব কাছাকাছি পৌঁছে গেছে।

রবিবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, বৈঠকে শান্তির সম্ভাবনা এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি সংগঠন হামাসের শাসন সমাপ্তির বিষয়টি আলোচনায় আসবে।তিনি জানান, গাজা নিয়ে দুই বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা চলমান। ওই পরিকল্পনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তাবাহিনীর তত্ত্বাবধানে গাজায় একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাট ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়ও অন্তর্ভুক্ত।

নেতানিয়াহু বলেন, মাসের শেষে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব, কীভাবে দ্বিতীয় ধাপটি নিশ্চিতভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে। তার দাবি, পরিকল্পনার প্রথম ধাপও শেষের দিকে। গত ১০ অক্টোবর কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির পর সহিংসতা কিছুটা কমেছে, তবে পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতি শুরুর পর হামাস এখন পর্যন্ত জীবিত ২০ ইসরায়েলি জিম্মি এবং ২৭ মরদেহ ফিরিয়ে দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। এখনও এক জিম্মির মরদেহ গাজায় রয়ে গেছে।

সুত্র- বার্তা সংস্থা রয়টার্স 

সর্বশেষ