মঙ্গলবার,১৩,জানুয়ারি,২০২৬
20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে তিনি আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে । মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল নূরুল ইসলামের সঙ্গে  পরিচয়পত্র পেশের প্রস্তুতি নিয়ে আলাপ করবেন। এরপর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন।

আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পেশ করবেন ব্রেন্ট ক্রিসেন্টসেন। মূলত পরিচয়পত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকতার জন্যই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকায় এসে পৌঁছান। গত ৯ জানুয়া‌রি মার্কিন পররাষ্ট্র দফতরে শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। এরপর ক্রিস্টেনসেনকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

সর্বশেষ