Site icon নতুন কথা

বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি চট্টগ্রাম জেলা যুব মৈত্রীর

চট্টগ্রাম ডেস্কঃ বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলার সভাপতি কায়সার আলম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিঃ আব্দুল্লাহ এক বিবৃতিতে চট্টগ্রামের কয়লাবিদ্যুৎকেন্দ্রে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর গুলি ও নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বকেয়া মজুরি ও ইফতারের সময় নির্ধারণের দাবিতে সমাবেশরত নিরীহ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ একটি গর্হিত অপরাধ ও গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। যেখানে জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ, সেখানে এমন নির্মম ও অবিবেচনাপ্রসূত হত্যাকাণ্ড ক্ষমতার অপপ্রয়োগ মাত্র। তদুপরি পবিত্র রমজান মাসে শ্রমিকদের উপর এ আক্রমণ চরম অনাচারের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, করোনা মহামারির এ দুর্যোগে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা যেখানে এমনিতেই দুর্বিষহ, সেখানে মজুরি না দেওয়া শ্রম আইন ও মানবাধিকারের লঙ্ঘন। এস আলম গ্রুপের মতো ধনী শিল্পগোষ্ঠী কেন শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করেনি, তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

Exit mobile version