শনিবার,১৫,নভেম্বর,২০২৫
26 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদঅনুসন্ধিৎসাপ্রতিবেশবায়ুদূষণে গড় আয়ু কমল ৭ বছর

বায়ুদূষণে গড় আয়ু কমল ৭ বছর


সাহেব-বাজার ডেস্ক :
 বায়ুদূষণের কারণে সারা বিশ্বের মানুষের গড় আয়ু ২ বছর কমেছে। বাংলাদেশে মানুষের কমেছে ৭ বছর। ইউনিভার্সিটি অব শিকাগোর এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

এতে দেখা যায়, ২৩৪ দেশের মধ্যে সবচেয়ে বেশি দূষিত বায়ু বাংলাদেশের। দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহনীয় মাত্রা ছাড়িয়েছে। সবচেয়ে বেশি দূষিত বায়ু ঢাকা এবং খুলনা অঞ্চলে।

গত ২০ বছরে (১৯৯৮-২০১৮) সাল পর্যন্ত বায়ুতে ভাসমান পিএম-২.৫ অর্থাৎ ২ দশমিক ৫ মাইক্রোমিটারের ছোট পদার্থের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট।

বিশ্বজুড়ে বাতাসে পিএম-২.৫ বায়ু কণার ২৫ শতাংশ সরবরাহ করছে যানবাহন। ২০ শতাংশ আসছে কাঠ ও কয়লা পোড়ানোর কারণে। এছাড়া বায়ুতে ১৫ শতাংশ অতি সূক্ষ্ম পদার্থের জন্য দায়ী বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্প কারখানা।

সর্বশেষ