রবিবার,৯,নভেম্বর,২০২৫
26 C
Dhaka
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
প্রচ্ছদরাজনীতিবিএনপি-এনসিপির ‘মতভেদ’- উচ্চকক্ষ ও পিআর

বিএনপি-এনসিপির ‘মতভেদ’- উচ্চকক্ষ ও পিআর

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপির অবস্থান এখন পিআরের পক্ষে নই, এটা আমরা গ্রহণ করি না। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আমরা উচ্চকক্ষের যত উপযোগিতা নিয়ে আলাপ করব, এই সব উপযোগিতা একটি শর্তের ওপর নির্ভরশীল; সেটা হলো, উচ্চকক্ষে ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘প্রস্তাবিত উচ্চকক্ষ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’— শীর্ষক সংলাপে অংশ নিয়ে পিআরের পক্ষে-বিপক্ষে মত দেন শামা ওবায়েদ ও আখতার হোসেন।

শামা ওবায়েদ বলেন, আমরা একমত পোষণ করছি, যদি উচ্চকক্ষ থাকে, এটা সংসদকে গ্রহণযোগ্য করবে। কী পদ্ধতিতে হবে, সেটা আলোচনা হতে পারে। বিএনপির অবস্থান এখন আমরা পিআরের পক্ষে নই, এটা আমরা গ্রহণ করি না। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তাদের যদি উদ্দেশ্য থাকে একটা ভালো সংসদ তৈরি করার, জবাবদিহিমূলক সংসদ তৈরি করার, তাহলে আপনি পিআর রাখেন আর না রাখেন একই জিনিস হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের উচ্চকক্ষে কারা থাকতে পারে— সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, সাংবাদিক এমন ব্যক্তি। দুর্ভাগ্যবশত বাংলাদেশে সিভিল সোসাইটিও বিভিন্ন ভাগে বিভক্ত। সিভিল সোসাইটিকেও যদি আপনি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে আনেন, তখন কিন্তু তারা তাদের মতাদর্শকে স্থাপন করতে চাইবে। সুতরাং এমন সিভিল সোসাইটি আমাদের উচ্চকক্ষে প্রয়োজন, যারা দেশের স্বার্থে তাদের আলোচনাটা আনবে এবং দেশের সংসদের যাতে দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে সেই স্বার্থে আলোচনাটা আনবে। সেই জায়গায় আমাদের আসতে হবে।

সর্বশেষ