বৃহস্পতিবার,২০,নভেম্বর,২০২৫
23 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েবিশ্বের এক তৃতীয়াংশ নারীই সহিংসতার শিকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের এক তৃতীয়াংশ নারীই সহিংসতার শিকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ নারী জীবনের কোনো না কোনো সময় ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার প্রকাশিত নতুন এক রিপোর্টে এ তথ্য দিয়েছে সংস্থাটি। এ খবর দিয়েছে আল জাজিরা।

রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে ১৫ বছর বা তার বেশি বয়সী ৩১৬ মিলিয়ন নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গীর শারীরিক বা যৌন সহিংসতার মুখোমুখি হয়েছেন। এ সংখ্যা এ বয়সী বৈশ্বিক নারী জনগোষ্ঠীর প্রায় ১১ শতাংশ। ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা মানব ইতিহাসের সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে ব্যাপক অবিচারগুলোর একটি। অথচ এখনো এটিই সবচেয়ে উপেক্ষিত সমস্যা। কোনো সমাজ ন্যায্য ও নিরাপদ দাবি করতে পারে না যদি তার অর্ধেক জনগোষ্ঠী ভয় নিয়ে বাঁচে। তিনি আরও বলেন, প্রত্যেক সংখ্যার পেছনে রয়েছে একেকজন নারী, যার জীবন চিরদিনের মতো বদলে গেছে।

জাতিসংঘের ‘নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস’ সামনে রেখে প্রকাশিত এ রিপোর্ট ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬৮টি দেশের তথ্য বিশ্লেষণ করেছে। ডব্লিউএইচও বলেছে, কঠিন বাস্তবতা থাকা সত্ত্বেও নারীর বিরুদ্ধে সহিংসতা এখনো গভীরভাবে অবহেলিত সংকট। এছাড়া এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুতরভাবে অর্থায়নের সঙ্কটে রয়েছে। ২০২২ সালে বৈশ্বিক সাহায্যের মাত্র ০.২ শতাংশ সহিংসতা প্রতিরোধ কেন্দ্রিক কর্মসূচিতে বরাদ্দ ছিল।

রিপোর্টে বলা হয়, এ বছর এ বরাদ্দ আরও কমে গেছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দেশের বৈদেশিক সহায়তা ও উন্নয়ন তহবিল বড় আকারে কমিয়ে দিয়েছেন। ডব্লিউএইচও সতর্ক করেছে, সংঘাতক্ষেত্র, সংকট বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা নারী ও কন্যাশিশুরা ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতা এবং যৌন সহিংসতার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। রিপোর্টে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাত, দীর্ঘস্থায়ী সংকট, পরিবেশগত ক্ষয় ও দুর্যোগ বেড়ে যাওয়ায় এসব দুর্বল পরিবেশে নারীদের ওপর সহিংসতার ঝুঁকি আরও বেড়েছে। সংঘাতজনিত বাস্তুচ্যুতি ও অনিরাপত্তা এ ঝুঁকিকে আরও গভীর করে তুলছে।

সর্বশেষ