মঙ্গলবার,২৩,এপ্রিল,২০২৪
36 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeশিক্ষা সংস্কৃতিইতিহাসব্রন্টি ভাইবোনদের পাণ্ডুলিপি নিলামে

ব্রন্টি ভাইবোনদের পাণ্ডুলিপি নিলামে

ইংরেজি সাহিত্যের ইতিহাসে ব্রন্টি পরিবার নানান কারণে আলোচিত। চার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যানি ব্রন্টি ও ব্রানওয়েল ব্রন্টি, সৃষ্টিশীল এই তিন বোন ও এক ভাই ইংরেজি শিল্প-সাহিত্যকে আলোকিত করেছেন অল্প সময়ের মধ্যেই। কোনো এক দৈব কারণে বেশি দিন বাঁচেননি তারা।

তাঁদের বেশ কিছু অপ্রকাশিত লেখা ও চিঠি ইতোপূর্বে নিলামে তোলা হয়। ভিক্টোরিয়ান জমানার দুই ভাই ও ব্যবসায়ী উইলিয়াম ল ও আলফ্রেড ল ‘দ্য হনরেসফিল্ড লাইব্রেরি’ নামে একটি লাইব্রেরি কিনে নেন ১৯৩০ সালে। লাইব্রেরিটি ওয়াল্টার স্কট, রবার্ট বার্নসসহ মধ্যযুগের বেশ কিছু সাহিত্যিকের লেখা, বইয়ের প্রথম সংস্করণ, চিঠিসহ নানা উপাদানে ভরা। এই তালিকায় রয়েছে ব্রন্টি পরিবারের চার ভাইবোনের হাতে লেখা কবিতা, দিনলিপি, চিঠি এবং একটি পাণ্ডুলিপি। আমেরিকান একটি নিলাম কোম্পানি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ৫ থেকে ৯ জুন এক নিলামে উঠবে এমিলি ব্রন্টির হাতে লেখা একটি কবিতা, তাদের কয়েকটি চিঠি ও নামহীন একটি পাণ্ডুলিপি। কবিতার মূল্যমান ধরা হয়েছে দেড় থেকে দুই মিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ