Site icon নতুন কথা

মরক্কোয় ভূমিকম্পে নিহত বেড়ে আড়াই হাজার

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর মধ্যাঞ্চলে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আড়াই হাজারে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই হাজার ৯৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বেড়েছে আহতের সংখ্যাও, যা প্রায় দুই হাজার ৪৭৬ জন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সোমবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গত শুক্রবার রাতে ভূমিকম্প আঘাত হানার পর মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন। তিনি বেঁচে যাওয়া মানুষের জন্য আশ্রয়, খাবার এবং অন্যান্য সাহায্যের নির্দেশ দিয়েছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে। এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

বর্তমানে ভূমিকম্পের কেন্দ্রের কাছে থাকা পাহাড়ি শহর-গ্রামে কেবল পৌঁছতে শুরু করেছে উদ্ধারকারী বাহিনী। সেখানে ভাঙা বাড়ির তলায় বহু মানুষ আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Exit mobile version