রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিদ্যমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের জন্য নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করা ইসির কর্তব্য বলেও জানান তিনি।
বুধবার (০৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ ইসলাম।
নাহিদ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল নিয়ে সুস্পষ্টতার অভাব তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই ইসির তফসিল ঘোষণা করা উচিত। তবে নির্বাচন কমিশন তফসিল নিয়ে সুস্পষ্টভাবে কিছু জানায়নি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়েই যেন ইসি তফসিল ঘোষণা করে, সে বিষয়ে এনসিপি দাবি জানিয়েছে। তিনি আরও বলেন, তফসিল এমন সময়ে দেওয়া হোক যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং সব দল যেন রাজনৈতিকভাবে নিজেদের ফুটিয়ে তোলার সমান সুযোগ পায়।
এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণভোটের শুধু একটি প্রশ্নই থাকলে ভালো হতো। জুলাই সনদ বাস্তবায়নে রাজি নাকি রাজি না। এখন এতগুলো প্রশ্ন থাকায় জটিল হয়ে গেছে ব্যাপারটা। শুধুমাত্র মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে গণভোটের সচেতনতা তৈরি করতে হবে। তিনি আরও বলেন, নাসীরুউদ্দীন পাটওয়ারী গণতন্ত্রের জন্য লড়াই করা নেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের আবেগ তুলে ধরেন। তিনি সরকারের পক্ষ থেকেও সম্মান জানানোর উদ্যোগকে ইতোবাচক দৃষ্টিতে দেখেন। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করতে চাই। বেগম জিয়ার প্রতি আবেগ অনুভূতি শুধু বিএনপির একার নয়। তার প্রতি দেশের সব মানুষেরই আবেগ, অনুভূতি আছে।



