Site icon নতুন কথা

রাজশাহী মহানগরে ১, ২, ৫ নং ওয়ার্ড কর্মীসভা তৃণমূলে ওয়ার্কার্স পার্টিকে আরো শক্তিশালী হতে হবে

রাজশাহী সংবাদদাতা:অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করে শোষণমুক্ত গণমানুষের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে তৃণমূল থেকে ওয়ার্কার্স পার্টিকে আরো বেশি সংগঠিত করতে হবে। গণমানুষকে সাথে নিয়ে সমাজ পরিবর্তনের লড়াই জোরদার করতে হবে”-বললেন রাজশাহী মহানগর পার্টির নেতারা। নগরীর ১, ২ ও ৫ নং ওয়ার্ডের কর্মীসভায় তারা এ কথা বলেন।
২০ অক্টোবর ১ নং ওয়ার্ডের কর্মীভা অনুষ্ঠিত হয়। নগরীর শহীদ জামিল আকতার রতন স্মৃতি সংসদে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু ১ নং ওয়ার্ডের সভাপতি আদিলুজ্জামান আদিলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর সম্পাদকমÐলির সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, মহানগর সদস্য আব্দুল খালেক বকুল, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ সুমন, মোশারফ হোসেন, মহানগর সদস্য সীতানাথ বণিক প্রমুখ। সঞ্চালনা করেন ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সামসেদ হোসেন মডি
২১ অক্টোবর ২ নং ওয়ার্ড কমিটির কর্মীসভা অনুষ্ঠিত। শহীদ জামিল আকতার রতন স্মৃতি সংসদে ওয়ার্ড সভাপতি কমরেড আব্দুল কুদ্দুস টেবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মীসভায় বক্তব্য রাখেন কমরেড দেবাশীষ প্রামাণিক দেবু। ওয়ার্ড সাধারণ সম্পাদক আকবর আলী লালুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কমরেড আবদুল মতিন, মনিরুদ্দিন পান্না, নাজমুল করিম অপু, আব্দুল খালেক বকুল, কাশিয়াডাঙ্গা থানা কমিটির সভাপতি শামীম ইমতিয়াজ সুমন, সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু, সীতানাথ বনিক, সাকের আলী প্রমুখ।
২৩ অক্টোবর সন্ধায় একই স্থানে নগরীর ৫ নং ওয়ার্ড কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি গোলাম রসুল গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড দেবাশিষ প্রামানিক দেবু। ওয়ার্ড সাধারণ সম্পাদক কমরেড মামুনুর ইসলাম মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহানগর সম্পাদকমÐলীর সদস্য এন্তাজুল হক বাবু, আবদুল মতিন, মনিরুদ্দিন পান্না, নাজমুল করিম অপু, সদস্য আব্দুল খালেক বকুল, ৫ নং ওয়ার্ড সদস্য চুন্না মোরশেদ, পার্টি নেতা রবি প্রমুখ।

Exit mobile version